ইন্সটাগ্রামে আয়
বর্তমান বিশ্বে প্রায় বসকিছুই আমাদের হাতের মুডোই।আর এর কারণেই আমরা নিজে নিজেই ঘরে সবে অনলাইনে টাকা আয় করতে পারি।যেমন ঘরে বসে মোবাইল দিয়ে টাকা আয়।
আপনাদের সাথে আজ ইন্সটাগ্রাম থেকে ইনকাম করার ৫টি উপায় নিয়ে আলোচনা করবো।ত চলুন শুরু করা যাক। ইন্সটাগ্রাম থেকে ইনকামের কথা শুনে অনেকে হয়তো অভাক হবেন যে ইন্সটাগ্রাম থেকে ইনকাম করা খুব সহজ।শুধু এর জন্য দরকার দক্ষতা। ত চলুন আমরা জেনে নেই ইন্সটাগ্রাম থেকে ইনকাম করার উপায় গুলো।
ঘরে বসে টাকা আয়?
১.আফিলিয়েট মার্কেটিং :
আফিলিয়েট মার্কেটিং আসলে কি ?মার্কেটিং কিভাবে করে টাকা আয় করতে হয়।যে কোন কোম্পানির প্রডাক্ট আপনার মাধ্যমে সেল বা বিক্তি করলে ,প্রতি সেল বা বিক্তির জন্য কিছু পরিমান অর্থ আপনাকে সেই কোম্পানি দিবে।আর এটাই হলো আফিলিয়েট মার্কেটিং। ইন্টারনেটের মাধ্যমে কোন কোম্পনি প্রডাক্ট সেল বা বিক্তি করে আপনি আফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।এতে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন।তবে এর জন্য আপনাকে ইন্সটাগ্রামের প্রোফাইল বা পেজে অনেক ফলোয়ার থাকা দরকার হবে।এতে করে কোম্পনিররা তাদের প্রজেক্ট আপনাকে দিতে আগ্রহি হবে।
২.অন্যর ইন্সটাগ্রাম account প্রমোট করা :
আপনি অন্যের ইন্সটাগ্রাম account প্রমোট করে টাকা উপারজন করতে পারবেন। অনেকে নতুন ইন্সটাগ্রাম আ্যকাউন্ট খুলে নিজে ফলোয়ার বাড়ানোর জন্য জনপ্রিয় সকল ইন্সটাগ্রামারকে টাকা দিয়ে তাদের আ্যাকাউন্ট প্রমোশন কয়ায়। সে ক্ষেত্র আপনার যদি ইন্সটাগ্রামের আ্যাকাউন্ট বা পেস অনেক পরিমান ( ৫ হাজার থেকে আনলিমিটেড) ফলোয়ার থাকে তবে আপনে তবে আপনে অন্যদেন আ্যাকাউন্ট প্রমোট করতে পারবেন।এজন্য আপনাকে লক্ষ রাখতে হবে যে কারা নিজের আ্যাকাউন্টে ফলোয়ার টাকার বিনিময়ে বাড়াতে চায়। তাদের সাথে কথা বলে টাকার পরিমান ফিক্রক করে আপনে তার এ্যাকাউন্ট তার এ্যাকাউন্ট প্রমোড করে টাকা আয় করতে পারবেন।এভাবে আপনার আপনার অনেক টাকা ইনকাম হবে।
৩.নিজের প্রোডাক্ট sell করে :
যদি আপনে ইন্সটাগ্রামে বেশ পপুরার বা জনপ্রিয় হন,তাহলে আপনে খুব সহজেই নিজের প্রোডাক্ট আপনার ইন্সটাগ্রামের মাধ্যমে সেল বা বিক্তি করে অনেক টাকা আয় করতে পারবেন। প্রোডাক্ট বিভিন্ন বিভিন্ন ধরনের হতে পারে যেমন: ঘরি, জুতো ইত্যাদি।
৪.রিসেলিং বিজনেস :
রিসেলিং বিজনেস কি? আপনারা অনেকেই হয়তো জানেন না রিসেলিং বিজনেস কি? যে কোন রিসেলিং এপস বা ওয়েবসাইড আপনাকে আ্যাকাউন্ট করতে পারবেন। তারপর তাদের প্রডাক্ট বা জিনিস গুলো আপনি আপনার ইন্সটাগ্রামে পেইজে বা আ্যাকাউন্ডের মাধ্যমে নিজের ইচ্ছে মত রেখে দিতে পারবেন। রিসেলিং আ্যাপস প্রচুর পরিমান রয়েছে। আপনারা এখান থেকে যেকোন প্রডাক্টের ছবি ও লিংক কপি করে নিজের ইন্সটাগ্রামে বা পেইজে প্রতিদিন আপলোড করতে পারেনন এবং আপনার ইচ্ছে মত মার্জিন রেখে সেল করতে পারবেন।
৫.নিজের তোলা ফটো বিক্তি করে আয় :
3 thoughts on “ইন্সটাগ্রামে আয়?”