পিচি কম্পিউটার বা ডেক্সটপ
প্রযুক্তি নির্ভরযোগে সারা বিশ্বের সাথে আমাদের দেশের মানুষের কাছে নিত্যদিনের সঙ্গী মোবাইল ফোন। মোবাইল ফোনের পর সবচেয়ে বেশি ব্যবহার কিন্তু ডি ডেক্সটপ পিসি বা কম্পিউটার। যা মূলত পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার হিসেবে বেশি পরিচিত। পিসি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি পেশাগত ভাবে দক্ষ ক্যারিয়ার গড়তে কার্যকর ভূমিকা পালন করে থাকে। তাই বর্তমান সময়ে নিজস্ব পিসি থাকাটা খুবই জরুরি বিষয়। এই ক্ষেত্রে বাংলাদেশের মনিটরসহ বা মনিটর ছাড়া অনেক কাস্টম সিপিও পাওয়া যায় এবং আপনি। প্রয়োজনীয়তা অনুযায়ী বিল ইন পিসি কেনা চাইতে কম্পিউটার সংগ্রহ করে পিসি তৈরি করাটা বেশি সাশ্রয়ী হবে।
ডেক্সটপ পিসি তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটি ব্যবহারকারীর নির্দেশনা কে সম্পাদন করা এবং গণনা করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে কাজ করে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাদারবোর্ড, স্টোরেজ, গ্রাফিক্স কার্ড, কেসিং এবং পাওয়ার সাপ্তাহের মতো গুরুত্বপূর্ণ উপাদানে তৈরি হয়।দ্রুত ও দীর্ঘ সময় কার্যক্ষমতা পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন উন্নত সিপিও। তাহলে চলুন পিসি বানাতে কি কি উপাদান প্রয়োজন সে সম্পর্কে ধারণা নেওয়া যাক।
মাদারবোর্ড।
প্রসেসর।
র্যাম।
হার্ডডিস্ক।
পাওয়ার সাপ্লাই।
গ্রাফিক্স কার্ড।
কেসিং।
মাদারবোর্ড -পিসির প্রধান সার্কিট বোর্ড হচ্ছে মাদারবোর্ড। সিপিইউ,র্যাম এবং অন্যান্য কম্পনেন্ট সহ কম্পিউটারের সমস্ত অংশকে একত্রে যুক্ত করে রাখায় মাদারবোর্ডের প্রধান কাজ।তাছাড়া নিরাপদ দ্রুত,এবং সঠিকভাবে কম্পিউটারে কাজ করার জন্য ভালো মাদারবোর্ড নিতে হবে।
প্রসেসর-পিসি তৈরি করার সময় প্রশাসন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রসেসর কম্পিউটারের কাজের গতি এবং স্বচ্ছতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পিসি ব্যবহারের ধরন এবং বাজেট বিবেচনা করে প্রশাসন নির্বাচন করা উচিত।প্রসেসর গতি এবং কোর সংখ্যাপ্রফেসর কাজের দক্ষতা নির্দিষ্ট করে।প্রসেসরের কোর সংখ্যা বেশি হলে এর কাজ দক্ষতা বেশি পাওয়া যাবে।
র্যাম– কম্পিউটারের স্বল্প মেয়াদ সম্পর্কে মেমোরি হচ্ছে র্যাম। এটি মূলত ইউজারের ডাটা সঞ্চয় করে রাখে পরবর্তীতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে দ্রুত ডাটা এক্সিেস করতে সহায়তা করে।তাছাড়া পিসি দ্রুত চালনার ক্ষেত্রে র্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে ৪ জিবি থেকে ৩২ জিবি প্রতার্যাম পাওয়া যায়।তাই কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী রামের ক্যাপাসিটি বাছাই করা।
হার্ডডিস্ক -হার্ডডিক্স মূলত পিসিতে ডাটা সংরক্ষণ করে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।বর্তমানে দুই ধরনের হার্ডডিস্ক পাওয়া যায়। দীর্ঘমেয়াদি ডাটা সংরক্ষণের জন্য এসএসডি কিংবা এসএসডি হার্ডডিস্ক ব্যবহার করা যায়।তবে এসডি হার্ডডিস্ক সাধারণত এসএসডি হার্ডডিক্স রাইট,ডাটা ট্রান্সফার স্পিড কম হয়ে থাকে। তাই দ্রুতগতি,বড় ধরনের সফটওয়্যার অপারেটিং সিস্টেম পরিবর্তন এবং ফাইল ট্রান্সফারের জন্য পিসি তৈরিতে এসএসডি হার্ডডিস্ক ব্যবহার করা উত্তম।
পাওয়ার সাপ্লাই -পাওয়ার সাপ্লাই পিসি তৈরির অপরিহার্য একটি উপাদান।এটি মূলত অল্টারনেট কারেন্ট পাওয়ার ডিরেক্ট কারেন্ট পাওয়ার প্রান্তরিত করে।পিসির মাদারবোর্ড, সিপিও, গ্রাফিক্স কার্ড, স্টোরেজ, ড্রাইভ এবং অন্যান্য পেরিফিকাল ডিভাইসহ কম্পিউটার সমস্ত প্রদান গুলোতে শক্তি সরবরাহ করে। বর্তমানে পাওয়ার সাপ্লাই গুলোতে ওভারবোটের, সুরক্ষা, আন্ডারপত্র সুরক্ষা, ওভার কারেন্ট সুরক্ষা এবং শর্ট সার্কের সুরক্ষিত রয়েছে। তাই স্মুথলি এবং নিরাপদ চালানোর জন্য একটি ভালো নিশ্চিত করুন।
গ্রাফিক্স কার্ড –পিসিতে ছবি এবং ভিডিও রেন্ডার তৈরি করার জন্য মূলত গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয় যা জিপিও নামে পরিচিত।তাছাড়া আপনার কাজে দরন উপনির্ভর করবে পিসিতে গ্রাফিক্স কার্ড কতটা গুরুত্বপূর্ণ।সাধারণ মানের কাজের জন্য পিসিতে গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন নেই।তবে গেমিং কিংবা এডিটিংদিনের মতো কাজের জন্য বিস্তার গ্রাফিক্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ।গ্রাফিক্স কার্ড নেওয়ার আগে অবশ্যই প্রসেসরের সাথে সামঞ্জস্য করে নিতে হবে।
কেসিং– মাদারবোর্ড,পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য উপাদানগুলোকে একত্রিত করে মাউন্ট করার জন্য একটি জায়গা প্রদান করে।তাছাড়া কেসিং দিয়ে বায়ু প্রবাহের ব্যবস্থা থাকে যা পিসির উপাদানগুলোকে শীতল ও নিরাপত্ত রাখতে সহায়তা করে।বর্তমানে আমাদের দেশে বিভিন্ন সাইজের ক্যাসিং আকর্ষণ রেশনে তৈরি কুলিং সুবিধা যুক্ত। তাই প্রয়োজনীয়তা অনুযায়ী পিসি তৈরি করতে ভালো কেসিং নেওয়া উচিত। কেসিং বাংলাদেশের যুক্তিসঙ্গত দামে পাওয়া যাবে এবং প্রয়োজন পছন্দ ও কর্ম ক্ষমতা ভিত্তিতে পিসি কেসিং কিনা উচিত।